বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতাল

গতকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে নগরের নিম্নাঞ্চল। এতে বাদ যায়নি আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল। ফলে রোগী নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে স্বজনদের।

সোমবার (১৭ আগস্ট ) সকালে এমনই দৃশ্য চোখে পড়ে ওই হাসপাতালটির নিচতলায়।
রোগীর স্বজনরা জানান, হাসপাতালে পানি উঠে যাওয়ায়, রোগী নিয়ে ভেতরে প্রবেশ করতে এবং বের হতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অনেক কষ্ট করে লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছে হাসপাতালের ভেতরে।
মা ও শিশু হাসপাতালের দায়িত্বশীলরা জানান, বহুদিন ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছি। বর্ষা মৌসুমে আমাদের এ সমস্যা পোহাতে হয়। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি এক সঙ্গে হওয়ার কারণে এ সমস্যা।

আবার পড়ুন:
বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতাল
গতকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে নগরের নিম্নাঞ্চল। এতে বাদ যায়নি আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল। ফলে রোগী নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে স্বজনদের।

সোমবার (১৭ আগস্ট ) সকালে এমনই দৃশ্য চোখে পড়ে ওই হাসপাতালটির নিচতলায়।
রোগীর স্বজনরা জানান, হাসপাতালে পানি উঠে যাওয়ায়, রোগী নিয়ে ভেতরে প্রবেশ করতে এবং বের হতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অনেক কষ্ট করে লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছে হাসপাতালের ভেতরে।
মা ও শিশু হাসপাতালের দায়িত্বশীলরা জানান, বহুদিন ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছি। বর্ষা মৌসুমে আমাদের এ সমস্যা পোহাতে হয়। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি এক সঙ্গে হওয়ার কারণে এ সমস্যা।

source: Cplusbd.net

Leave a Comment