খেলাধুলা

‘বিশ্বকাপে পাকিস্তানের জয়ে আনন্দ করলেই রাষ্ট্রদ্রোহের মামলা’ঃ যোগী আদিত্যনাথ

‘বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস করলেই রাষ্ট্রদ্রোহের মামলা’

টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেই রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনটাই হুমকি দিয়েছেন।

গেল রোববার প্রকাশ্যে এসেছে ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পাকিস্তানের হয়ে জয়ধ্বনি দেওয়া ও পাকিস্তানের জয়ে উদযাপন করার একাধিক ঘটনা। পাক দলকে সমর্থনের অভিযোগে কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

পাল্টা কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট তথা ইউএলএফের তরফে যারা ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, ‘অ-স্থানীয়’ তথা বহিরাগত বলেও অভিযোগকারীদের দেগে দেওয়া হয়।

সবমিলিয়ে রীতিমতো সরগরম রাজনীতি পাক ক্রিকেট দলকে সমর্থন করা নিয়ে।

আরও সংবাদঃ ‘বিশ্বকাপে পাকিস্তানের জয়ে আনন্দ করলেই রাষ্ট্রদ্রোহের মামলা’ঃ যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *