‘বর্তমান সরকারের অদলে নির্বাচনে যাওয়া ছাড়া উপায় নেই’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে তিনি বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই কোন পথ নেই।

স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি। সংলাপের পঞ্চম দিনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে রাশেদ খান মেনন বলেন, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়। আইন প্রণয়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য আছে এখন সেটা করার উদ্যোগ নেওয়া দরকার। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন তো আমরা একদিনেই করেছি।

মেনন বলেন, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়। নতুন বছরে শুরুর অধিবেশনে আইন প্রণয়ন করা যেতে পারে। আইন করতে হবে, সার্চ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, দুইজন নারী সদস্য রাখার প্রস্তাব দিয়েছি। সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ দিয়েছি।

বিকেল চারটায় বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়। এতে দলের সভাপতি রাশেদ খান মেননসহ সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

গণতন্ত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, সংলাপ নিয়ে যারা সমালোচনা করছে তাদের জনমত গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *