অন্যান্য

ফেনী কলেজে নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিলেন্স টিম গঠন

বন্ধ থাকা সরকারি-বেসরকারি কলেজে নিরাপত্তা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এর নির্দেশনা অনুযায়ী ফেনী সরকারি কলেজে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। গতকাল বুধবার কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পেয়ে ৩০ শিক্ষকের সমন্বয়ে ৬টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ৫জন শিক্ষক দায়িত্ব পালন করবেন। টিম সদস্যরা প্রতিদিনের প্রতিবেদন তাকে জমা দেবেন। বিভাগীয় প্রধানগণ টিম সদস্যদের তদারকী করবেন। ৩ অক্টোবর শনিবার থেকে টিম সদস্যরা যথারীতি দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত; সম্প্রতি সিলেটের এমসি কলেজে বেড়াতে যাওয়া এক গৃহবধূকে ধর্ষণের ঘটনার পর শিক্ষা অধিদফতর এ নির্দেশনা প্রদান করে। ওই নির্দেশনায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে অধ্যক্ষদের সচেষ্ট থাকতে হবে। কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা, সম্পদ সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নয় দফা পদক্ষেপ নিতে বলেছে মাউশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *