ফেনীতে মসলায় ক্ষতিকর রং মিশানোর দায়ে জরিমানা,কারখানাসিলগালা

আজ সকাল থেকে ফেনী জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। এ সময় ফেনীর ইসলামপুরে মসলা তৈরির কারখানায় জনস্বাস্থ্যের জন্য হুমকি এরকম ক্ষতিকর রং ও বিভিন্ন ধরনের মসলা মেশানোর অপরাধে বণিক ভান্ডার কে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের মিল ও গুদাম সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া একইদিন শহীদ মিনার চত্বর এলাকা, এসএসকে রোড, একাডেমী রোডস্থ এলাকায় জনসাধারণকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া ফার্নিচার, ইলেকট্রনিক্স এর দোকান খোলা রাখার অপরাধে দুইটি দোকানের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২০০ টাকা অর্থদন্ডে জরিমানা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানে ফেনী মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

Leave a Comment