ফেনী

ফেনীতে দোকান চালিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলেন সেই করোনা রোগী

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ নিতে গিয়ে জানা গেছে তিনি বাসায় নেই। পরিবারের সদস্যরাও কোন হদিস দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে কিছুক্ষন পরই বাড়ি ফিরলেন তিনি। জানতে চাইলে বলেন, তিনি বাজারে ডাক্তারের কাছ থেকে ফিরছেন। তবে তার কথার কোন সত্যতা পায়নি স্বাস্থ্যবিভাগ।

শুক্রবার ফেনী শহরের রামপুর এলাকার আলী আহমদ সওদাগর বাড়িতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে এ চিত্র দেখতে পান।

এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার সহ ফেনী মডেল থানার পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, শুধু শুক্রবারই নয়, গত ক’দিন ধরেই তিনি নিয়মিত দোকান করছেন। ওই ব্যক্তি শহরের বড় বাজারের জামান রোডের খুরশিদ ব্রাদার্সের মালিক।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ১ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রেরিত নমুনা প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে।

সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, বাড়ির বাইরে বের না হন সেজন্য ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ছাড়া আর যেন বাড়ির বাইরে বের না হন সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *