অন্যান্য

চট্রগ্রাম চুয়েটের টেকনিশিয়ান মারা গেলেন করোনা উপসর্গে

জ্বর, সর্দি ও কাশি নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিনিয়র টেকনিশিয়ান অংসুইউ মারমা (৫৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ৩টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমের বটতলী এলাকায় বাসায় তিনি মারা যান।

নিহত অংসুইউ মারমার পারিবারের বরাত দিয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি বলেন, বেশ কিছুদিন যাবদ জ্বর সর্দি, কাশিতে ভুগছিলেন অংসুইউ মারমা। তিনি করোনা উপসর্গ নিয়ে বাসায় মারা গেছেন। নিহতের স্বজন ও সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এদিকে, নিহতের পরিবার ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলে অংসুইউ মারমা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।

এ নিয়ে কাপ্তাই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। সুস্থ হয়েছেন ২৮ জন, মারা গেছেন ২ জন। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *