পুলিশের ডিআইজি হলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজ) পদে পদোন্নতি পেয়েছেন। গত শনিবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ অনুযায়ী এ পদোন্নতি অনুমোদন দেন।

রোববার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

একই আদেশে মোট ১১ জন কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া বাকি ১০ জন হলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আশরাফুজ্জামান ও বাসুদেব বনিক,

ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আকতারুজ্জামান, হায়দার আলী খান, মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান ভূঁইয়া, মো. রুহুল আমীন, গাজীপুর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, র‍্যাবের অতিরিক্ত ডিআইজি বেগম আতিকা ইসলাম।

Leave a Comment