নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়ে টুইটারে প্রশংসার ঝড়

বছরের প্রথম টেস্টেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। এ যেন এক নতুন ভোর দেখলো গোটা বাংলাদেশের ক্রিকেট। নিউজিল্যান্ডের মাটিতে যখন বিশ্বের বাঘা বাঘা দল তাদের বিপক্ষে খেলতে হিমশিম খায় তখন বাংলাদেশ জয় ছিনিয়ে এনেছে মাউন্ট মঙ্গানুই থেকে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের অনেকটা অনুকূলে ছিল ম্যাচ। প্রথম ইনিংসে কিউইরা ৩২৮ রান করলেও ব্যাট হাতে অবিচল ছিলেন টাইগার ব্যাটসম্যানরা। মাহমুদুল হাসান জয় ৭৮ রানের ইনিংস খেললে নাজমুল হোসেন শান্তও খেলেছিলেন ৬৪ রানের ইনিংস।

মিডল অর্ডারে লিটন দাস ও মুমিনুল হক দুজনেই শতকের কাছে গিয়ে খালি ফিরলেও ঠিকই টাইগাররা লিড নিয়েছিল ১৩০ রানের। বড় এই লিডের বিপরীতে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে এবাদতের বোলিং তোপে পড়েছিল নিউজিল্যান্ড।

তার ৬ উইকেটের সাথে তাসকিন আহমেদের ৩ উইকেট। সবমিলিয়ে স্কোরবোর্ডে ১৬৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে ৪০ রানের লক্ষ্য দাঁড়ালে তা ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক মাধ্যম টুইটারে চলছে টাইগার বন্দনা। এক নজরে দেখে নেয়া যাক এমনই কিছু টুইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *