নরসিংদীতে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত ৬৫ জন সহ মোট আক্রান্ত ১০৩১ জন


আজ রবিবার ১৪ জুন, গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ জন এবং এ পর্যন্ত জেলাটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১০৩১ জন।
আজ পর্যন্ত এখান থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫৬০ জনের কাছ থেকে এবং এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৪৮৩৮ টি নমুনার।

নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় ৭১৫ জন, শিবপুরে ৭২ জন,পলাশে ৯১ জন, মনোহরদীতে ৩৪ জন, বেলাবোতে ৫৪ জন, রায়পুরাতে ৬৫ জন।
তবে ভালো খবর হচ্ছে জেলাটি থেকে মোট সুস্থ হয়েছেন ৩৫০ জন। বর্তমানে এ জেলায় আক্রান্তদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন এবং হোম আইসোলেশনে ৬২৬ জন। তাছাড়া এ জেলাটিতে মোট মৃত্যুবরণ করেছেন ১৫ জন (সদর ০৯ ,পলাশ ০১, বেলাব ০২, রায়পুরা ০২,মনোহরদী ০১)(সূত্রঃ-সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন,নরসিংদী)

Leave a Comment