অন্যান্য

দাগনভূঞায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃ ত্যু

দাগনভূঞা প্রতিনিধি-ঃ ফেনীর দাগনভূঞায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোহাম্মদ মোস্তফা (৫৫)নামের এক ব্যবসায়ী।আজ রোববার সকালে পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামের খলিল ছেরাং বাড়িতে শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন তিনি।পৌরসভার স্থানীয় কাউন্সিলর নুরুল হুদা সেলিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,নিহত মোস্তফা দাগনভূঞা বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন ছোট একটি খাবার হোটেলের ব্যবসায়ী। এক সময় বাজারে ফলের দোকান করতো।আজ রোববার সকালে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।তবে তার পূর্বের এজমা জনিত সমস্যা ছিল।

গতকাল (৬ জুন)উপজেলার স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে।পরে রাষ্ট্রীয় নিয়ম মেনে তাকে দুপুরে দাফন করা হয়।

দাগনভুইয়া আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত উপজেলা করোনা লাশ দাফন টিমের প্রধান হাফেজ মাওলানা ইমাম উদ্দিন জানান,উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মোহাম্মদ মোস্তফাকে তার দলের সদস্যরা দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.রুবাইয়েত বিন করিম করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *