দাগনভূঞাতে করোনা আক্রান্ত নারী বাড়িতেই চিকিৎসা নিবেন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে করোনায় শনাক্ত হওয়া নারীকে বাড়িতেই চিকিৎসা দেয়া হবে। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি জানান, করোনা আক্রান্ত নারীর স্বামী ক্যান্সার আক্রান্ত। তার পরিবারে কেউ না থাকায় ট্রমা সেন্টারের আইসোলেশনে আনা হচ্ছে না। রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়ি গিয়ে চিকিৎসা দেবেন।

উপজেলা নির্বাাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন জানান, করোনা আক্রান্ত নারীর বাড়ি এরিমধ্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সর্বক্ষণিক ওই বাড়ি গ্রাম পুলিশ পাহারা দিচ্ছে এবং দাগনভূঞা থানা পুলিশ এলাকায় টহলে নিয়োজিত থাকবে।

উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার উদ্দিন জানান, করোনা আক্রান্ত নারী তার প্রতিষ্ঠানের আয়া ছিলেন।

Leave a Comment