দাগনভূইয়াবাসী সাবধান হোন ! ডা. জুলফিকার হাসান

দাগনভূঞা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জুলফিকার হাসানের করোনা নিয়ে লেখাটি হুবহু আমাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

দাগনভূইয়াবাসী সাবধান হোন !!!

গতকালকের রিপোর্টে ১৯ জন করোনা পজিটিভ !!!

সবার সাথে মোবাইলে যোগাযোগ করে জানতে পারলাম অনেকের ই কাশি শ্বাসকষ্ট বেশী । পরিবারের অনেকের জ্বর কাশি আছে । তারমানে তারাও এফেক্টেড!

আমাদের করোনা ইউনিটে বর্তমান ভর্তি রোগী ১৬ জন । কারো সেচুরেশন ৮৩ %কারো ৮৮% কারো ৯০% । সবার ই অক্সিজেন লাগছে ।

আমাদের যে সক্ষমতা তাতে একদিন পর পরই কুমিল্লা চট্টগ্রাম পাঠিয়ে অক্সিজেন ভরে এনেও কুলাতে পারছি না ।১৬ জন ভর্তিরোগী মানে আর কেউ যদি ভর্তি হতে চায়ও পারবে না । সীট খালি নাই । কেউ সুস্থ্য হয়ে বাড়ী ফিরলে নতুন কেউ ভর্তি হতে পারবে । এতটাই খারাপ অবস্থা এখন ।

অথচ হাসপাতালে অনেকেই মাস্ক পরে আসে না ।মাস্ক পরতে বললে বলে ,সমস্যা হলে আমাদের হবে আপনার কি ? !!

জেনারেল ওয়ার্ডে একজন ভর্তি রোগীর ৪/৫ জন দর্শনার্থী। কারো মুখে মাস্ক আছে তো কারো নেই । আমরা প্রতিদিন ই বলি , যাকে দেখি তাকেই বলি । কেউ মানে কেও তাচ্ছিল্য করে এড়িয়ে যায়।

যেখানে কোভিড সংক্রমনের ঝুঁকি সবথেকে বেশী সেখানেই মানুষ সতর্ক থাকেনা। বাইরে ,বাজারে ,রাস্তাঘাটে কেমন থাকে সহজেই অনুমেয়। এজন্য বলি সাবধান হোন । সামনে খুব খারাপ দিন আসতেছে !!!
সবার বোধদয় হোক এই প্রত্যাশায়-

ডা. মোহাম্মদ জুলফিকার হাসান, মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স , দাগনভূইয়া ,ফেনী ।

Leave a Comment