টানা ৩২ ম্যাচ ধরে হারে না মেসির আর্জেন্টিনা

অবশেষে দীর্ঘ ২৯ বছর পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বসেছিল ‘ফিনালিসিমার’ আসর। ইউরো কাপ জয়ী ইতালির মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনা। ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো ট্রফি জিতল ‘আলবিসেলেস্তারা’।

এদিন ম্যাচের প্রথমার্ধেই লাউতারো মার্তিনেজ এবং আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়ান পাওলো দিবালা। শুরুটা ধীরেসুস্থে শুরু করলেও ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুই দল একটি করে হাফ-চান্স পায়, তবে জোরালো কোনো শট নয়।

প্রথমবার ২৫তম মিনিটে লিওনেল মেসির শট প্রতিহত হয়। এরপর তিন মিনিট পর আবারো ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়েও দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক। দুইবারের চেষ্টায় নিজে গোল না পেলেও ২৮মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান মেসি, সেখান থেকে আলতো পায়ে বল জলে জড়ান মার্তিনেজ।

এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইতালিকে আরো চেপে ধরে মেসি-ডি মারিয়ারা। বেশ কয়েকটি সুযোগ পেলেও বল জালে জড়ায়নি। তাতেই রক্ষা পায় ইউরো চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৬৯ মিনিটে আরো একবার মেসিকে হতাশ করেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার করা জোরালো শটটা ডানদিক থেকে ঝাঁপিয়ে প্রতিহত করে দেন দোন্নারুম্মা। পুরো ম্যাচে বল দখলে খুব বেশি পিছিয়ে না থাকলেও, গোছালো আক্রমণে যেতে পারেনি ইতালি।

উল্টো ম্যাচের অতিরিক্ত ৪ মিনিটে ইতালির জালে তিন নম্বর গোল জড়ান দিবালা। এই নিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। শেষবার ২০১৯ সালে কোপা আমেরিকার সেমি ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল মেসিবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *