চসিক প্রশাসকের নতুন প্যানেল হচ্ছে না ওয়ার্ড সচিবরাই চালাবেন দৈনন্দিন কাজ চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

নতুন কোন প্যানেল বা সহায়ক পরিষদ হচ্ছে না আপাতত। ওয়ার্ড সচিবরাই চালাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নানা নাগরিক সুবিধার কাজ। সিপ্লাসটিভিকে স্পষ্ট জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার(১৩আগস্ট) মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে সহায়ক পরিষদ নয়, চসিকের কর্মকর্তাদের মাধ্যমেই কাজ চালিয়ে নিতে।

এই ঘোষনায় অনেক রাজনৈতিক নেতার সাময়িক পদ প্রাপ্তির আশার মৃত্যু হলো। প্রশাসক নিযুক্ত হবার পর রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে প্রশাসকের পরিচালনা পর্ষদ বা প্যানেল হবে বলে ধারণা করা হয়েছিলো। আর এ কারণে সরকারদলীয় নেতাদের নানা পর্যায়ে তদবিরও শুরু হয়েছিলো। প্রশাসক সুজন জানান, আমরা কদিন আগে সহায়ক পরিষদের বিষয়ে নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম।

সে কারণে সিইও মহোদয় তিন কর্মকর্তাকে ৪১ ওয়ার্ডের দায়িত্বভার বণ্টনের একটি অফিস আদেশ দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনা পরিষদ গঠন নয় প্রশাসক খোরশেদ আলম সুজন একাই চালিয়ে নিবেন দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে এরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নগরীর ৪১ ওয়ার্ডের দায়িত্ব চসিকের সিনিয়র তিন কর্মকর্তাকে ভাগ করে দেওয়া হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। এতে ওয়ার্ড সমূহের দৈনন্দিন কাজ, সড়ক আলোকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যু এবং ওয়ারিশান সনদপত্র প্রদান ও ভৌত্ অবকাঠামোগত উন্নয়নের জন্য তিন কর্মকর্তাকে ৪১ ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ১ নম্বর ওয়ার্ড থেকে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, ১৫ নম্বর থেকে ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বে প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও ২৯ থেকে ৪১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে চসিক সচিব আবু সাহেদ চৌধুরীকে।

এরআগে ৫ অগাস্ট চসিকে’র পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়। এর একদিন আগে প্রশাসক পদে সুজনকে নিয়োগ দেওয়া হয়। ৬ অগাস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। মেয়রের সঙ্গে নির্বাচিত ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১৪টি সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মেয়াদও ৫ অগাস্ট শেষ হয়।

এরপর থেকে সদ্য সাবেক ওয়ার্ড কাউন্সিলরদের কোনোরকম দাপ্তরিক কাজ না করতে চসিক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একারণে ওয়ার্ড কার্যালয়গুলোর দৈনন্দিন কার্যক্রম থমকে আছে। এদিকে সহায়ক পরিষদের সদস্য হতে অনেকেই জোর তৎপরতা চালিয়েছেন।

কোনও কোনও নেতা নিজ অনুসারীদের লিস্টও প্রস্তুত করেছিলেন। এমনকি ফেসবুকে অভিনন্দন বার্তাও দিয়েছিলেন তাদের অনুসারীরা। তবে এই আদেশের ফলে তাদের ওই প্রচেষ্টা ভেস্তে গেলো। এমনকি প্রশাসক সুজনও সহায়ক পরিষদ গঠনে আগ্রহী ছিলেন না বলে জানা গেছে।

source: Cplusbd.net

Leave a Comment