চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীকে মারধর পিয়নের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাদী মো. রশিদ নামে এক প্রকৌশলীকে মারধর করার অভিযোগ উঠেছে আহমেদ করিব বাল্লা নামের এক অফিস পিয়নের বিরুদ্ধে। এ সময় লোহার পাইপ দিয়ে মাথাও ফাটিয়ে দেয় ওই অফিস পিয়ন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী হাদী মো. রশিদ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ওয়ার্কসপের সহকারী যন্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত। অভিযুক্ত আহমেদ করিব বাল্লাও একই কার্যালয়ের অফিস পিয়ন হিসেবে কর্মরত।

ভুক্তভোগী হাদী মো. রশিদ বলেন, আমি অফিস পিয়ন বাল্লাকে কাজের নির্দেশ দিলে সে আমার উপর রেগে যায়। এক পর্যায়ে আমার সাথে কথা-কাটাকাটি হলে সে আমাকে গালাগাল করে লোহার পাইপ দিয়ে আমার মাথায় ও শরীরে আঘাত করে। আমি এ ঘটনায় রেজিস্ট্রার বরাবর আজ একটি লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে আহমেদ করিব বাল্লা বলেন, আমি কাউকে মারধর করিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।

Leave a Comment