অন্যান্য

চট্টগ্রাম-কলকাতা স্পাইস জেটের ফ্লাইট উদ্বোধন

চট্টগ্রাম থেকে ভারতের কলকাতা রুটে স্পাইস জেটের ফ্লাইটের যাত্রা ‍শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান ফিতা ও কেক কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।

তিনি বলেন, স্পাইস জেটের ফ্লাইট চালুর ফলে চট্টগ্রাম থেকে কলকাতাগামী ব্যবসায়ী, রোগী, ছাত্র, পর্যটক সবার সুবিধা হবে। যাত্রী, কার্গো পরিবহন বাড়বে।

স্পাইস জেটের বহরে রয়েছে ৭৪টি বোয়িং ৭৩৭, ২৬টি বোম্বারডিয়ার কিউ-৪০০, ১১টি বি৭৩৭ ও বোম্বারডিয়ার কিউ ৪০০।

প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে চারটি শনিবার, রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ননস্টপ ফ্লাইট পরিচালনা করবে। কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর পৌনে ১২টায়। চট্টগ্রাম ছাড়বে দুপুর সাড়ে ১২টায়, পৌঁছাবে বেলা ১টা ১০ মিনিটে। উদ্বোধনী ফ্লাইটে কলকাতা থেকে ২০ জন যাত্রী আসবেন। চট্টগ্রাম থেকে যাচ্ছেন ৪৬ জন যাত্রী।

সূত্র জানায়, স্পাইস জেট কলকাতা-চট্টগ্রামে ৪২৫৫ ভারতীয় রুপি, চট্টগ্রাম-কলকাতা ৪৯৩৯ রুপি, কলকাতা-ঢাকা ৪৬৩৮ রুপি, ঢাকা-কলকাতা ৫৪৭৮ রুপি, দিল্লি-ঢাকা ৭৭৪৯ রুপি, ঢাকা-দিল্লি ১০১৩৫ রুপি, চেন্নাই-ঢাকা ৫১২৮ রুপি ও ঢাকা-চেন্নাই ৭৩০৮ রুপি ভাড়া নির্ধারণ করেছে।
source: dainik purbokone

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *