অন্যান্য

চট্টগ্রামে ৯ দোকানকে জরিমানা নকল পিপিই ও মাস্ক বিক্রির দায়ে

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিক্রির অভিযোগে ৯ দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ জুলাই) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় বিপুল পরিমাণ নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক জব্দ করা হয়েছে।

অভিযানে গোলাম রসুল মার্কেটের ফোরকান স্টোরকে ৫ হাজার টাকা, নুরানী স্টোরকে ৫ হাজার টাকা, আকবর স্টোরকে ৫ হাজার টাকা, করতোয়া স্টোরকে ৫ হাজার টাকা, জসিম স্টোরকে ৫ হাজার টাকা, এন স্টোরকে ৫ হাজার টাকা, আলিফ স্টোরকে ১০ হাজার টাকা, আল্লাহর দান স্টোরকে ১০ হাজার টাকা ও আরমান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একইদিন বন্দর থানার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও পানীয় বিক্রির অপরাধে সিজল নামের একটি কনফেকশনারিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে র‌্যাব-৭ এর এএসপি কাজী তারেক আজিজ ও ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *