চট্টগ্রামে ১০ হাজারের মাইলফলক, একদিনে আরও ২৯২ জনের করোনা পজিটিভ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৩২ জন নগর ও ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১০১৮০ জন।

সোমবার (৬ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজনের ও উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৬ জন, সিভাসুতে ৪৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৮৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৩ জন, শেভরণ ল্যাবে ৪১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১৩১৮ টি। এর মধ্যে ১৩৫ টি বিআইটিআইডিতে, ২২৪ টি সিভাসুতে, ৪৭৩ টি চমেকে, ২১৩ টি চবিতে, ১৭৬ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৯৩ টি শেভরণ ল্যাবে এবং ৪ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১২১৬ জন।

Leave a Comment