চট্টগ্রামে ডাকাতের ঘর থেকে অbস্ত্র উদ্ধার

নগরীর পোস্তারপাড় এলাকায়  আবুল খায়ের গ্রুপের পরিবেশকের গুদাম থেকে সিগারেট লুটের মাnমলার প্রধান আসামি নূর নবীর তথ্যে ডাকাতিতে ব্যবহৃত গুkলি ও অkস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও থানাধীন শঙ্কর দেওয়ানজীর হাট এলাকার একটি বাসা থেকে দুটি দেশি আkগ্নেkয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

ওসি মহসিন বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে নূর নবী জানান, ডাকাতিতে ব্যবহৃত অlস্ত্র তার সহযোগী নাসিরের বাসায় রয়েছে। এরপর শঙ্কর দেওয়ানজীর হাট এলাকায় নাসিরের বাসায় অভিযান চালানো হয়। নাসিরকে পাওয়া না গেলেও তার বাসা থেকে এসব অlস্ত্র ও গুlলি উদ্ধার করা হয়।”

গত ২৭ মে ভোরে চট্টগ্রাম নগরীর পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের পরিবেশক খাজা ট্রেডার্সের গুদামে ডাকাতি করে ৩৩ লাখ টাকার সিগারেট লুট করে ডাকাত দল।

৩১ মে চট্টগ্রামের বাড়বকুণ্ড ও কুমিল্লায় অভিযান চালিয়ে নূর নবী এবং লুট হওয়া সিগারেটের ক্রেতা, কুমিল্লা স্টেশন রোড এলাকার দোকানি বাবা-ছেলেকে গ্রেkপ্তার করা হয়।

পুলিশ বলছে, চট্টগ্রামের পতেঙ্গা ও কুড়িগ্রামে ডাকাতি ও দুটি হjত্যাকাণ্ডে নূর নবীর বাহিনী জড়িত।

ওসি মহসিন বলেন, পোস্তারপাড় এলাকায় ডাকাতিতে নূর নবী অkস্ত্র নিয়ে গুদামে প্রবেশ করেছিলেন। নাসিরও তার সঙ্গে ছিলেন।

নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানাতেও ডাকাতির মামলা আছে। তবে তাকে গ্রেkপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Comment