চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল, নতুন আক্রান্ত ২৬৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৮ জন নগর ও ৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৫০৪৮ জন।

রবিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৪১ জন, সিভাসুতে ৪৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১১১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জন, ইমপেবিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, রবিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬ টি। এর মধ্যে ২৩২ টি বিআইটিআইডিতে, ১৫৩ টি সিভাসুতে, ৩০৪ টি চমেকে, ২৯ টি চবিতে ১২৬ টি ইমপেবিয়ালে এবং ১২ টি কমেকে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬১ জনের মধ্যেলোহাগাড়ায় ২, আনোয়ারায় ১০, চন্দনাইশে ৪ পটিয়ায় ৩, বোয়ালখালীতে ১০, রাউজানে ৭, হাটহাজারীতে ১৪ , সীতাকুণ্ডের ১০ ও মিরশরাই ০১ জন আছেন।

Leave a Comment