চট্টগ্রামে আরেক বেসরকারি কনটেইনার ডিপোতে আগুন

একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনার ডিপোতে আগুন লেগেছে চট্টগ্রামের পতেঙ্গায়। পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এই আগুনে ঘটনা ঘটে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিপোর শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনটেইনারে রাখা তুলার গাঁইটে আগুন লাগে। তবে কোনো ধরনের ক্ষতি হয়নি। আশপাশের কনটেইনারে ছড়ায়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।

এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হন দুই শতাধিক মানুষ।

Leave a Comment