অন্যান্য

গমের বদলে চালের রুটি খাওয়ার পরামর্শ ধর্ম প্রতিমন্ত্রীর

ব্যয় কমাতে গমের রুটির বদলে চালের রুটি খেতে পরামর্শ দিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ রোববার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের অধীন দুটি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনাবিষয়ক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী ফরিদুল হক  বলেন, ‘গমের আটার রুটি খাব না। তাহলে আমার গম আমদানি করতে হবে না। আমার বৈদেশিক মুদ্রা যেটা আছে, সেটাতে শর্ট পড়বে না। আমার ডলার শর্ট পড়বে না। আমরা সবাই যেন গমের আটার রুটি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছি!

আমরা তিন মাস গমের রুটি না খাই। দেখি না কী হয়? আমরা চালের রুটি খাব। অসুবিধা কোথায়?’তিনি আরো  বলেন, ‘সবাই বলে জিনিসের দাম বেড়েছে। সবাই বলে এটা হয়েছে, সেটা হয়েছে। জিনিসের দাম কী বেড়েছে, বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না।

এখানে সামান্য বেড়েছে, তাতেই মানুষের মনে অশান্তি সৃষ্টি হয়েছে। এই যে ভোজ্যতেল, সেটি আসে কোথায় থেকে? সব আসে ইউক্রেন-রাশিয়া থেকে।’

ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বে ধস নেমেছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন,  ‘আজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে সারা বিশ্বে ধস নেমেছে। এমনও দেশ আছে এক কেজি চালের দাম ৫০০ টাকা। অথচ বাংলাদেশের মানুষ এখনো স্বল্পমূল্যে সব খাচ্ছেন।’

ফরিদুল হক খান বলেন, ‘লন্ডনে পেট্রলের দাম তিনগুণ বেড়েছে। আজ বাংলাদেশে পেট্রলের দাম হলো ৯০ টাকা। লন্ডনে গিয়ে দেখি, পেট্রলের দাম এক পাউন্ড ছিল। এক পাউন্ডের দাম হলো ১১০ টাকা। সেখানে এখন পেট্রলের দাম ৩ দশমিক ৫৩ পাউন্ড।

এর মানে হচ্ছে, লন্ডনে ৩৭০ থেকে ৩৮০ টাকা এক লিটার পেট্রলের দাম। অথচ মানুষ বুঝতে পারে না কিছু।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌদিতে যান না কেন? আমাদের হজযাত্রীদের জিজ্ঞাসা করেন, তারা একটা ডিম খেয়েছেন ৫ রিয়াল দিয়ে।

১ রিয়াল ২৪ টাকা ধরে ১২০ টাকা একটা ডিমের দাম। বাংলাদেশে ১২০ টাকায় খাচ্ছেন কতগুলো ডিম।’ সুত্রঃ বিডি২৪লাইভ।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *