খুলনা মেডিকেল কলেজ করোনা ল্যাবে প্রায় সাড়ে পাঁচশ নমুনায় সবারই করোনা পজেটিভ, ল্যাব বন্ধ তিন দিন

খুলনা মেডিকেল কলেজ করোনা ল্যাবে প্রায় সাড়ে পাঁচশ নমুনায় সবারই করোনা পজেটিভ, ল্যাব বন্ধ তিন দিন

আরটিপিসিআর ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, খুলনা মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে নমুনা সংগ্রহের কাজও।

বৃহস্পতিবার সকালে এই সিদ্ধান্তের কথা জানায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, বুধবার ল্যাবে সাড়ে পাঁচশ’র মতো নমুনায় সবারই করোনার ফলাফল পজেটিভ আসে। বিষয়টি কর্তৃপক্ষকে ভাবিয়ে তোলায় তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, প্রতিমাসে ল্যাবকে জীবাণুমুক্ত করার অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে আরটিপিসিআর ল্যাব।

উপাধ্যক্ষ আরও জানান, বর্তমানে ল্যাবে দুই হাজার নমুনা মজুত আছে। এদিকে হঠাৎ নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ করায়, দুর্ভোগে পড়েছেন করোনার উপসর্গ নিয়ে আসা সাধারণ মানুষ।

Leave a Comment