খুনিদের নির্বাচনে আনতে এত আহ্লাদ কেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদেরকে নির্বাচনে আনতে অনেকে আহ্লাদ দেখাচ্ছেন। তাদের জন্য এত আহ্লাদ কেন বুঝি না।

রোববার (২১ আগস্ট) সকালে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিন এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আজকে খুনিদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য অনেকে আহ্লাদ দেখাচ্ছেন। খুনিদের নির্বাচনে নিয়ে আসার জন্য এত আহ্লাদ কেন আমি বুঝি না।

তিনি বলেন, অপারেশন ক্লিনহাটের নামে যারা আমাদের নেতাদের হত্যা করেছে, আগুন সন্ত্রাস করে যারা মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে বসতে হবে? তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের খাতির করতে হবে? তাদের নির্বাচনে আনতে হবে? এত আহ্লাদ কেন আমি তো বুঝি না। বাংলাদেশে কী মানুষ নেই?

প্রধানমন্ত্রী বলেন, তাদের অনেকেই বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করে, তারা এসে রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না। জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ। সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ।

তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপির নানান ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ সালের কিছু সুশীল ও দুটি দেশের দূতাবাস কর্মীরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ লিভারের চর্বি গলানোর ঘরোয়া চিকিৎসা, সুস্থ থাকতে চাইলে লিভারের চর্বি গলিয়ে ফেলুন!

Leave a Comment