অন্যান্য

কোরবানির পশুরহাটকে সামনে রেখে চট্টগ্রামে সক্রিয় জালনোট চক্র

ঈদুল আজহার পশুরহাটকে সামনে রেখে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে জালনোট প্রতারক চক্র। এই চক্রের মূল টার্গেট কোরবানির পশুরহাটের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ডবলমুরিংয়ের চৌমুহনী এলাকা থেকে শাহ আলম (৬৫) নামের ওই চক্রের এক সদস্যকে একলাখ ৪৭ হাজার টাকা (জালনোট) নিয়ে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ডিবির একটি টিম তাকে আটক করে।

শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা মন্দবাগ এলাকার আলফু মিয়ার ছেলে এবং চৌমুহনীর সুলতান কলোনিতে বসবাস করতেন তিনি।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে একলাখ ৪৭ হাজার টাকার জালনোটসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহ আলম গত দুই বছর জালনোট প্রতারণার সঙ্গে সম্পৃক্ত। এই প্রতারক চক্রের মূল টার্গেট কোরবানি পশুরহাটের ব্যবসায়ীরা। আমরা এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

শাহ আলমের কাছ থেকে ১০০টি এক হাজার টাকার নোট এবং ৯৪টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। জালনোটের পরিমাণ মোট পরিমাণ একলাখ ৪৭ হাজার টাকা। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *