কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত ৫

কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর গুলি, নিহত ৫

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর তালেবান বিরোধী হাজার হাজার মানুষ দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছে। তারা হুড়মুড়িয়ে বিমানে ওঠার চেষ্টা করছে। এর ফলে মার্কিন বাহিনী সৃষ্ট বিশৃঙ্খলা এড়াতে  ফাঁকা গুলি ছোড়ে।

রয়টার্সের খবরে জানা গেছে এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। তবে কীভাবে তারা মারা গেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ তথ্য বার্তা সংস্থা রয়টার্স সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ তোলা হয়েছে একটি গাড়িতে। অপর একজন জানিয়েছেন, তাঁদের মৃত্যু গোলাগুলিতে, নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্য পায়নি রয়টার্স।

সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন
বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে আসলে কি ঘটেছিল তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, অভিযোগ উঠেছে, সামরিক বিমানে মার্কিন সেনারা  শুধু তাদের দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন।

তালেবান রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই আফগানরা ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন। কাবুল বিমানবন্দরে কাল সকাল থেকে ভিড় করছে কয়েক লাখ মানুষ। সেখানে অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন। সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *