অন্যান্য

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসককে শোকজ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চার চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ঝটিকা সফরে যান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। এ সময় চার চিকিৎসক অনুপস্থিত ছিলেন। তবে ওই তিন চিকিৎসকের নাম জানাননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকদের অনুপস্থিতি, চিকিৎসা সেবায় অবহেলা, করোনা পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ওয়ার্ডে দেখতে না যাওয়াসহ নানা অভিযোগ রয়েছে স্থানীয়দের।

বিষয়টি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নজরে আসলে তিনি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে এসে এলাকার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি পরিদর্শনে আসলে কর্তব্যরত ৯ চিকিৎসকের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপন দত্ত, মেডিকেল অফিসার ডা. কারিমুন নাহার, সহকারী সার্জন ডা. সুদীক্ষা চৌধুরী ও সহকারী সার্জন ডা. আবতাহির রাহিম তাহাসহ ৪ চিকিৎসককে অনুপস্থিত দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুপস্থিতির কারণ জানানোর জন্য নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি ৯ জন চিকিৎসকের মধ্যে ৪ জন চিকিৎসক কর্মস্থলে যোগদান করেননি। তবে তারা কি কারণে অনুপস্থিত ছিলেন তা শনিবার রাতের মধ্যে জানানোর জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুপস্থিতির কারণ জানার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একপর্যায়ে সাংবাদিকদের এ তথ্য কেন দিতে হবে বলে প্রশ্ন তুলেন। ওই ৪ চিকিৎসকের নাম-পদবী জানতে চাইলে তিনি রাজি হননি। পরে তিনি বলেন, ওই ৪ চিকিৎসক ছুটিতে (ডে-অফ) ছিলেন। সিভিল সার্জন স্যার তাদের বিষয়ে জানাতে বলছেন। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *