করোনা শংকায় ফেনীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মঙ্গলবারের র‌্যালী স্থগিত

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী। করোনা ভাইরাস শংকায় ফেনীতেও মঙ্গলবার র‌্যালী স্থগিত করেছে জেলা প্রশাসন। গতকাল রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষ পালনের অন্যান্য অনুষ্ঠানাদি অপরিবর্তিত থাকবে।

একই নির্দেশনার আলোকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনীও স্থগিত করা হয়।

করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, নিয়ম মেনে চলুন।

সভায় আগামীতে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মানে জেলা প্রশাসকের নেতৃত্বে ইমারত নির্মান কমিটির অনুমোদন নিশ্চিত করতে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

একইসাথে দাগনভূঞার ভাষা শহীদ সালাম নগর সড়ক পূণ:নির্মাণে আগামী ১ সপ্তাহের মধ্যে কাজের উদ্যেগ গ্রহন করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো: গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী প্রমুখ।

Leave a Comment