করোনা মোকাবেলায় এস. আলম গ্রুপের অর্থায়নে নানা মানবিক উদ্যোগ অব্যাহত

করোনায় মোকাবেলায় দেশের দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এস. আলম গ্রুপের নানা মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে করোনা চিকিৎসায় বিভিন্ন মূল্যবান সরঞ্জাম প্রদান ও বড় অঙ্কের অনুদানের মধ্য দিয়ে গড়ে তুলেছে মানবতার বিরল দৃষ্টান্ত।

সে ধারাবাহিকতায় এস. আলম গ্রুপের অর্থায়নে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রদান করা হয়েছে ১০০টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা। চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালকে রূপান্তর করা হয়েছে কোভিড-১৯ হসপিটালে। চট্টগ্রাম  জেনারেল হাসপাতালে স্থাপিত হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। কক্সবাজার জেলায় প্রদান করা হয়েছে দুইটি অ্যাম্বুলেন্স প্রদান।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে করোনা মোকাবেলায় এস. আলমের গ্রুপের নানা উদ্যোগ সর্ব মহলে প্রশংসনীয়। এভাবে সাধ্য মতো সবাই যদি এগিয়ে আসে দেশের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে। পাশাপাশি বিশ্বের দরবারে রচিত হবে বাংলাদেশের মানবিকতার আরেক নতুন ইতিহাস।

Leave a Comment