অন্যান্য

করোনা উপসর্গে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী

করোনা উপসর্গে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী। করোনাভাইরাসের ‘উপসর্গ’ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কয়েকদিন ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। ওই ছাত্রীর নাম তানজিদা মোরশেদ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫ টায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বেলা সাড়ে ১১ টার দিকে হালিশহর বিহারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

তানজিদা মোরশেদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী। তবে তারা নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তানজিদা মোরশেদের সহপাঠী মো. শওকত আলী।

তিনি বলেন, ঈদুল আজহার দুই একদিন আগ থেকে তানজিদার জ্বর ও কাশি ছিল। গত সোমবার থেকে তা বেড়ে যায়। বুধবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

শওকত আলী আরও বলেন, তানজিদা পড়ালেখায় খুব মনোযোগী ছিল। অনার্সে তার রেজাল্ট প্রথম শ্রেণি ছিল।

কয়েক বছর আগে তানজিলার বাবা মারা গেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র অবলম্বন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *