ফেনী

করোনায় ফেনীতে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল জলিল নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তিনি ফেনী জেনারেল হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শহরের সালাহউদ্দিন মোড় সংলগ্ন স্থানে দোকান করতেন।

নিহতের ছোট ভাই ফজলুল হক জানান, করোনার উপসর্গ থাকায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিলে গত ২৫ জুন আবদুল জলিলের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এরপর তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৮ জুন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। শুক্রবার বিকেলে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা করোনায় আবদুল জলিলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় কোভিড ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *