করোনায় দিশেহারা চট্টগ্রাম, ১ দিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত ৭১৩

করোনায় দিশেহারা চট্টগ্রাম, ১ দিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত  ৭১৩

চট্টগ্রামেও প্রতিদিন বেড়ে চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ জন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের সংখ্যায় এটিই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ , সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৬২ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষায় ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৭৭ জন এবং উপজেলার ২৩৬ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের।  তার মধ্যে ৭ জন উপজেলার এবং ২ জন নগরীর।

করোনার প্রতিবেদনে দেখা যায় চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার সব কটিতেই করোনা সংক্রমণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হাটহাজারী উপজেলায় ৫৮ জন। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave a Comment