কক্সবাজারে ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, প্লাবিত নিম্নাঞ্চল

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে কক্সবাজারের ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সাগরে ১০ থেকে ১৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় কোথাও কোখাও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার মহেশখালী, কুতুবদিয়াসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।এদিকে, কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে নিয়োজিত সাড়ে ৭৪ হাজার জেলে, সাড়ে ৫ হাজার নৌকা উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় প্রস্তুতির অংশ হিসাবে ৭৯৭টি আশ্রয়কেন্দ্রে ৪১ হাজার ৯৮৫ জন মানুষ ৫ হাজার ৩২১টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। এছাড়াও ৭৪ হাজার ৩৭৫ জন জেলে ও ৫ হাজার ৫০০টি মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে আনা হয়। একইভাবে দ্বীপাঞ্চল সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিনে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষকে করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাখা হয়েছে।কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, ৮টি রেপিড রেসপন্স টিম সহ ৮৮টি মেডিকেল টিম কাজ করছে।

একইভাবে জেলার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। জেলার ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পেও বিশেষ নজর রাখা হয়েছে।সাগরে ১০ থেকে ১৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের সময় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। জেলার উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলার সেন্টমার্টিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ ও রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, কক্সবাজার-চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে এখন ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। গত ১২ ঘন্টায় কক্সবাজারে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সন্ধ্যায় জোয়ারের সময় অস্বাভাবিক পানি বৃদ্ধি পাবে। এতে অনেক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার গোস্বামী জানান, কক্সবাজার জেলার ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানির কারণে জরুরী ভিত্তিতে নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না।মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান, মহেশখালীতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সচেতনতামূলক মাইকিংসহ সকল প্রস্তুতি অব্যাহত রয়েছে। ব্যবস্থা করা হয়েছে শুকনো খাবারের।কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর হক মীর জানান, আমরা ইতোমধ্যে অনেক লেঅকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে এনেছি। যারা এখনো রয়ে গেছে তাদেরকেও সরিয়ে আনা হচ্ছে।প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লোনে রূপ নেয়ার পর থেকে সেন্টমার্টিনে বসবাসরত লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। এতে ইউনিয়নের সব গ্রাম প্লাবিত হয়েছে। তবে বেশিরভাগ মানুষ এখন আশ্রয় কেন্দ্রে।একই উপজেলার মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, জোয়ারের সময় অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এতে পানি ঢুকে পড়ছে লোকালয়ে।

Leave a Comment