অন্যান্য

কক্সবাজারের চকরিয়ায় ৪ শিক্ষার্থীর খোঁজ নেই ৫ দিনেও

কক্সবাজারের চকরিয়ায় একইসাথে একটি হেফজখানার চার শিক্ষার্থী নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি ওই শিক্ষার্থীদের। নিখোঁজ শিক্ষার্থীরা উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা ইসলামিয়া আরবিয়া মাদরাসার হেফজখানার শিক্ষার্থী বলে জানা গেছে।

নিখোঁজ হওয়া হাফেজ শিক্ষার্থীরা হল- উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা এলাকার মো.আবু বক্করের ছেলে মো.তারেকুল ইসলাম (১৪), একই এলাকার মো.কফিল উদ্দিনের ছেলে মো.হানিফ (১৪), হাফেজ নুরুল আমিনের ছেলে ফাহাদ বিন নুর বাপ্পি (১৪) ও মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম ইমন (১৪)।

জানা যায়, গত বুধবার (১০ জুন) সকালের দিকে বহদ্দার কাটা মাদরাসার হেফজখানা পড়ুয়া চার শিক্ষার্থী একসাথে তাদের স্ব-স্ব বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। ওইদিন সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও ওই চার হাফেজ শিক্ষার্থীরা তাদের বাড়িতে ফেরেনি। এরপর চার শিক্ষার্থীর অভিভাবক ও তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে প্রত্যেকের পরিবার গতকাল রবিবার (১৪ জুন) চার শিক্ষার্থীর নামে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিখোঁজ হওয়া চার হাফেজ শিক্ষার্থীর ব্যাপারে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছে। হেফজখানায় পড়ুয়া শিক্ষার্থীরা পালিয়ে গিয়ে এ ধরনের ঘটনা করে থাকে। নিখোঁজ হওয়া চার হাফেজ শিক্ষার্থীদের হাতে কোনো মোবাইল নেই। তাই তাদের অবস্থান দ্রুত শনাক্ত করা যাচ্ছে না। এরপরও সম্ভাব্য সব সূত্র ধরে তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। সূত্র: দৈনিক পূর্বকোণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *