অন্যান্য

এবার ফটিকছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর

লোহাগাড়ার পর এবার ফটিকছড়ির উপজেলায় ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার ( ২৮ ডিসেম্বর) সকাল এগারটার দিকে এ অভিযান শুরু হয়।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন। গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা গুলো হল, মেসার্স জনতা ব্রিকস, মেসার্স একতা ব্রিকস এবং মেসার্স ফেন্সি ব্রিকস ইটভাটা।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক,জেলা প্রশাসন, পুলিশ, RAB-7, ফায়ার সার্ভিস।

অভিযান চলমান রয়েছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *