অন্যান্য

উপমন্ত্রী নওফেল ও হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ

চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার বড় ভাই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মা হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের সবাই সুস্থ আছেন। করোনা পরীক্ষায় তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সবাইকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী ও চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ মে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনা পজিটিভ আসায় তিনি চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আইসোলেশনে আছেন। পর দিন ১১ মে ঢাকায় অবস্থানরত পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তাঁর মা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, উপমন্ত্রীর স্ত্রী, সন্তান, গাড়িচালক, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুর-শাশুড়িসহ সবার পরীক্ষাও নেগেটিভ এসেছে।

পরীক্ষায় করোনা নেগেটিভ হলেও শিক্ষা উপমন্ত্রীসহ সবাই সবাইকে কমপক্ষে ১০ দিন কোয়ারাইন্টাইনে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পরিবারের চট্টগ্রামে অবস্থানরত সদস্যদের আট জনের নমুনা ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *