অন্যান্য

উচ্চ শব্দে গান বাজিয়ে জরিমানা গুনলো পর্যটকবাহী বোট

উচ্চ শব্দে গান বাজিয়ে জরিমানা গুনলো পর্যটকবাহী বোট। রাঙামাটিতে পর্যটকরা উচ্চ শব্দে গান বাজিয়ে ২ হাজার টাকা জরিমানা গুনেছে।শুধু পর্যটকই নয়, বোট চালককেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি শহীদ মিনার সংলগ্ন হ্রদ এলাকায় এ জরিমানা করেছেন  ফাতেমা তুজ জোহরা উপমা রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নৌকার ছাদে উঠায় তাদের ৫ হাজার টাকা এবং কাপ্তাই লেকে উচ্চ শব্দে গান বাজানোর জন্য জরিমানা করা হয়েছে। এরমধ্যে বোট চালক রাসেল চাকমাকে ৩ হাজার টাকা ও গান বাজানোয় ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একটি সাউন্ড সিস্টেমও জব্দ করা হয়েছে।

আরও সংবাদঃ উচ্চ শব্দে গান বাজিয়ে জরিমানা গুনলো পর্যটকবাহী বোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *