অন্যান্য

উখিয়ার ৩ ইউনিয়ন রেড জোনে, ৫৩ রোহিঙ্গাসহ আক্রান্ত ২২২

কক্সবাজারের উখিয়ায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ৬ জুন থেকে ১৪ দিনের জন্য উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনে ফার্মেসি ছাড়া সব ধরনের দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার মাত্র দুদিন নিত্যপণ্যের চাহিদা পূরণে হাটবাজার বসবে। রেডজোন ঘোষণার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রেডজোন আওতাভুক্ত কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত কুতুপালং বাজার এলাকায় লকডাউন চলছে। প্রতিদিন স্বেচ্ছাসেবকদের নিয়ে পাহারা দিচ্ছি। এতে হয়ত সংক্রমণের হার কমবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ‘উখিয়ায় এ পর্যন্ত ২২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে । তৎমধ্যে ৫৩ জন রোহিঙ্গা নাগরিক। দুইজন রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। করোনায় আক্রান্ত কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

তিনি আরও বলেন, উখিয়ায় প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। তবে রিপোর্ট পেতে অনেক সময় ৮-১০ দিন সময় লেগে যায়৷ কারণ কক্সবাজারের ৮ উপজেলা এবং পাশ্ববর্তী পার্বত্য বান্দরবান জেলাসহ বেশ কয়েকটি উপজেলার নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজের একমাত্র পিসিআর ল্যাবে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ রেড জোন কার্যকর করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে লকডাউনে সরকার ও বিভিন্ন এনজিও কর্মহীনদেরকে নগদ অর্থ এবং সামগ্রী দিচ্ছে।’সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *