সাতকানিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সাজ্জাদ হোসেন (১৮) নামের এক তরুণ বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে।

বৃহষ্পতিবার রাত ৮টার দিকে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় বিওসি’র মোড় এলাকায় রবিউল ইসলাম (২০) নামের এক বন্ধুর ছুরিকাঘাতে খুনের ঘটনাটি ঘটে।

জানা যায়, (১২ নভেম্বর) বৃহষ্পতিবার এশার নামাজের পর কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় বিওসি’র মোড় এলাকায় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল তার বন্ধু সাজ্জাদকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় উদ্ধার করে সাজ্জাদকে চমেক হাসপাতালে নেয়ার পথে পটিয়ায় তার মৃত্যু হয়। নিহত সাজ্জাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বারুদখানা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। অপরদিকে খুনি রবিউল ইসলাম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ৪নং ওয়ার্ড পূর্ব কাটগড় নয়া পাড়া এলাকার মৃত ইসলাম মিয়া ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব মনোমালিন্যের জের ধরে রবিউল বিওসি’র মোড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে দোহাজারী এলাকা থেকে সাজ্জাদসহ বেশ কয়েকজন উঠতি বয়সের যুবক রিক্সাযোগে বিওসি’র মোড় এলাকায় আসে।

এ সময় রিক্সা থেকে নেমে কিছু বুঝে উঠার আগেই রবিউলকে মারধর শুরু করে। এক পর্যায়ে রবিউলের কোমড়ে থাকা ছুরি দিয়ে সাজ্জাদের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনার পর পর দোহাজারী সাজ্জাদের ঘনিষ্টরা রবিউলের বাড়িতে এসে টিনের সীমানা প্রাচীর ও ঘরের কিছু আসবাবপত্র ভাংচুর করে। সূত্র আরো জানান, খুনি রবিউল স্থানীয় বর্তমান কালিয়াইশ ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ট হিসেবে পরিচিত।

রবিউলের মা শাহানা আক্তার বলেন, কিছুদিন আগে তারা দু’বন্ধুর মধ্যে মনোমালিন্য হলে আমার মেয়ের জামাই জাহাঙ্গির উভয়কে মিলিয়ে দেয়। এরমধ্যে পূনরায় মনোমালিন্য শুরু হলে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খুনি রবিউলকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সব জায়গায় সোর্স লাগানো হয়েছে। পটিয়া থানা লাশ ময়না তদন্তের ব্যবস্থা নেবে। নিহতের স্বজনদের মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

Leave a Comment