চট্টগ্রামের স্বাস্থ্যখাত ধ্বংসের ‘মূল হোতা’ ডা. ফয়সালকে বহিষ্কারের দাবি ছাত্রলীগের

সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে ‘হ ত্যার হু মকি দেওয়ায়’ চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদ থেকে ডা. ফয়সাল ইকবালকে বহিষ্কারের দাবি তুলেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ও মহসীন কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি তোলেন বক্তারা। এ সময় ডা. ফয়সালের কল রেকর্ডটির বিষয়ে তদন্ত করে তার বি রুদ্ধে আইনি পদক্ষেপ নিতেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান বক্তারা।

সোমবার ফাঁস হওয়া ডা. ফয়সাল ইকবালের একটি ফোনালাপের রেকর্ডে নুরুল আজিম রনিকে হ ত্যা করে লা শ ফেলে রাখার হু মকি দেয়ার জের ধরে এই মানববন্ধনের ডাক দেন ছাত্রলীগ নেতারা।

চট্টগ্রামে চিকিৎসা খাতে সেবাপ্রার্থী নাগরিকদের জিম্মি করে রাখা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় ডা. ফয়সাল ইকবাল এই ধরনের বেপরোয়া আচরণ করছেন দাবি করে মানববন্ধনে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে জিম্মি করে ফয়সাল ইকবাল তার স্বভাবসুলভ মাস্তানি প্রদর্শন করেছে। ছাত্র অবস্থাতেও তিনি একাধিক হ ত্যামা মলার আ সামি ছিলেন। এছাড়াও, সরকারের নির্দেশ অমান্য করে বেসরকারি হাসপাতালগুলো বন্ধ রেখে এই করোনাকালে চট্টগ্রামবাসীকে অবর্ণনীয় কষ্ট দিয়েছে। রনিসহ আমরা তার এই ঘৃণ্য কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছিলাম বলে আজ সে রনিকে হ ত্যা র পরিকল্পনা করা হচ্ছে। আমরা আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ জানাব চট্টগ্রামের স্বাস্থ্যখাত ধ্বংসের এই কুশীলবকে অতি দ্রুত গ্রে*ফ তার করুন।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে ও মহসীন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী জাফরুল্লাহ, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, চট্টগ্রামে করোনা কালে চিকিৎসা না পেয়ে যতজন মানুষ মারা গেছে এর প্রতিটি মৃn ত্যুর জন্য দায়ী ডা. ফয়সাল ইকবাল। তার শেল্টারেই বেসরকারি হাসপাতাল মালিকরা এক ধরনের অরাজকতা সৃষ্টি করেছিল। নুরুল আজিম রনির অপরাধ সে জনগণের পাশে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছিল। এই মহামারীতে জনগনকে বাঁচাতে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করেছে। যেখানে বিনামূল্যে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে। এতে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। তাই ফয়সাল ইকবাল সিন্ডিকেট রনিকে হn ত্যার মিশনে নেমেছে।

বক্তারা বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আমরা চট্টগ্রামের বেহাল স্বাস্থ্যদশা নিয়ে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়ে আসছি। আমাদের আন্দোলন কখনো ডাক্তার সমাজের বিপক্ষে ছিল না। কতিপয় পেশাজীবী যারা চট্টগ্রামের স্বাস্থ্যখাতকে ভিন্নখাতে পরিচালনা করে এ শহরে লাশের মিছিল বসিয়েছে তাদের রুখে দিয়ে মানুষের মৌলিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য।

অথচ এই প্রতিবাদের কারণে এ আন্দোলনের প্রতিবাদী যোদ্ধা নুরুল আজিম রনির লা শ ফেলে দেওয়ার হুn মকি দিয়েছেন পেশাজীবী চিকিৎসক নেতা ফয়সাল ইকবাল। একজন পেশাদার খুg নি ছাড়া এভাবে প্রকাশ্যে হf ত্যা র হুd মকি দেওয়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে ফয়সাল ইকবালকে গ্রেফf তারের দাবি জানাচ্ছি।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দীন, আশেকানে ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস আমিনুল করিম, নগর ছাত্রলীগের সদস্য মিজানুর রহমান মিজান, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা খুরশেদ আলম, মো আরিফ, তানভীর মেহেদী মাসুদ, শিহাব আলী চৌধুরী, জাহিদ হাসান সায়মন, নোমান চৌধুরী রাকিন, আরাফাত, মেহেদী হাসান ফয়সাল প্রমুখ। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Comment