মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে আব্দুল কাদের (৫২) নামে এক বৃদ্ধের পা উঠে গেছে মিয়ানমারের রাখা স্থলমাইন বিস্ফোরণে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে এক দূর্ঘটনার স্বীকার হয় বৃদ্ধ। তিনি সীমান্তের কাছে গরু আনতে গেলে এই বিস্ফোরণ ঘটে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পের একটি মেডিকেলে চিকিৎসা দেয়া হয়।





পরে অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়৷ বর্তমানে আহত আব্দুল কাদের কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
আহত আব্দুল কাদেরের এক আত্নীয় জানান, সন্ধ্যার সময় তিনি সীমান্তের কাঁটাতারের কাছে যান গরু আনতে, এ সময় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের ওনার পা উড়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, একজন লোক স্থল মাইন বিস্ফোরণে আহত হয়েছে শুনেছি, তবে এখনো বিস্তারিত জানিনা।





উল্লেখ্য, মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এ পর্যন্ত অনেক রোহিঙ্গা আহত হয়েছে।