অন্যান্য

রেকর্ড চট্টগ্রামেরঃ ৯৯১ নমুনায় ধরা পড়লো ২৮০ জনের

করোনা শনাক্তে বড়সড় এক লাফ দিলো চট্টগ্রাম। ১৪ জুন থেকে ২১ জুন এই ৮ দিন চট্টগ্রামে রোগী শনাক্তের সংখ্যা ছিল ১৫০-১৯০ এর আশেপাশে। ২২ জুন এসে তা আবার পার হয়ে যায় দুইশর উপরে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে চট্টগ্রাম অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এদিন ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার সংক্রমণ শুরুর পর একদিনে করোনা শনাক্ত হওয়ার দিক থেকে এটা সর্বোচ্চ রেকর্ড। নতুন শনাক্তদের মধ্যে ১৫৫ জন নগরের ও ১২৫ জন বিভিন্ন উপজেলার।

নতুন শনাক্ত ২৮০ জন নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো সাতহাজারের মাইলফলকে, ৬৯৭৭ জনে। একইসোথে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন আরও ৮৫ জন। আর তাতে করে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৮৭৯ জনে। অন্যদিকে, করোনার থাবায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন, যাদের ৩ জন নগরের ও ১ জন উপজেলাল। ফলে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা এখন দেড় শতাধিক, ১৫২।

বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের পাঁচটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলিয়ে সর্বমোট ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরের ১৫৫ জন এবং বিভিন্ন উপজেলার ১২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে। সেখানে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের দেহে করোনা পজিটিভ মিলেছে। যাদের মধ্যে ৩৩ জন নগরের ও ৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিআইটিআইডির পর বেশি শনাক্ত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে। সেখানে সর্বোচ্চ ৩৩৪টি নমুনা পরীক্ষা করিয়ে করোনা রোগী পাওয়া যায় ৬৫ জন। যাদের মধ্যে ৫৯ জনই নগরের এবং বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।

একইদিনে, ১৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের দেহে করোনভাইরাসের জীবাণু পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে। যাদের মধ্যে ৩১ জন নগরের ও ৩৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে ৫৯ জনের শরীরে। যাদের ১৯ জন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে, এদিন চট্টগ্রামের বেসরকারি করোনা পরীক্ষাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। যাদের মধ্যে ১৩ জনই নগরের, বাকি ২ জন উপজেলার রোগী।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪টি নমুনা পরীক্ষা করিয়ে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়, যাদের সবাই উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন করোনা শনাক্ত ১২৫ জনের মধ্যে সবচেয়ে বেশি মিরসরাই উপজেলায়। সেখানে ২৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এছাড়া ফটিকছড়িতে ১৯ জন, হাটহাজারীতে ১৬ জন, সাতকানিয়ায় ১৩ জন, বোয়ালখালী ও সীতাকুণ্ডে ১২ জন করে, রাউজানে ৯ জন, লোহাগাড়ার ৮ জন, রাঙ্গুনিয়ায় ৭ জন, আনোয়ারায় ২ জন ও চন্দনাইশে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *