অন্যান্য

রাজধানী থেকে নিখোঁজ ৩ টিকটকার বোন

টিকটকে আসক্ত ৩ বোন ‘নিখোঁজ’, জিডি করলেন খালা

রাজধানীর আদাবরে তিন বোন খালার বাসা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বের হয়। তারপর আর খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের।

এ ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের খালা সাজেদা নওরীন। (১৯ নভেম্বর) শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান।

তিনি বলেন, ওই তিন তরুণী যে বাসা থেকে বেরিয়েছে তার আশপাশের বাসা ও সড়কের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজ দেখে মনে হয়েছে বাসা থেকে তারা নিজ ইচ্ছায় ব্যাগ গুছিয়ে বের হয়ে গেছে।

ওসি বলেন, ‘আমরা তাদের অবস্থান শনাক্তে কাজ করছি। তারা খিলগাঁওয়ে মোবাইল ব্যবহার করলেও আদাবরে খালার বাসায় তাদের মোবাইল ছিল না। বের হয়ে যাওয়ার সময় তারা কোনো মোবাইল নেয়নি। তারা টিকটক করত বলে পরিবারের অভিযোগ। তাদের নিখোঁজের সঙ্গে টিকটক ভিডিও তৈরির কোনো যোগসাজশ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যে কারণ কী ছিল তা তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ তিন তরুণীর খালা সাজেদা নওরীন বলেন, বড় বোনের মৃত্যুর তিন বছর হয়েছে। ভগ্নিপতিও বিয়ে করছেন। রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬) ছোট বোনের খিলগাঁওয়ের বাসায় থাকত।

তিনি বলেন, ‘ জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল ধানমন্ডি গার্লস হাই স্কুলে। সে কারণে আদাবরে আমার বাসায় নিয়ে আসি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে তিনজন বাসা থেকে বেরিয়ে যায়। তিন ভাগ্নিই টিকটকে আসক্ত ছিল। ওরা টিকটকের কারও মাধ্যমে প্ররোচিত হয়ে থাকতে পারে।’

সাজেদা নওরীন আরও বলেন, ‘বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। ওরা নিরাপদে ফিরুক কিংবা ফিরিয়ে আনা হোক, সেটাই আমার অনুরোধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *