বিনোদন

মেরে শবনম ফারিয়ার হাত ভেঙে দিয়েছে সাবেক স্বামী

স্বামীর নির্যাতনের কথা জানিয়ে বিপাকে শবনম ফারিয়া!

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া বিচ্ছেদের বছরখানেক পর সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি জানান, স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়েই বিচ্ছেদের পথ বেছে নেন। সাবেক স্বামীর নির্যাতনে তার হাত ভেঙে গিয়েছিল বলে এই অভিনেত্রীর দাবি।

ফারিয়ার এমন স্ট্যাটাসের পরই সোশ্যাল মিডিয়ায় চারদিকে শুরু হয়েছে নানা আলোচনা। দেখা যাচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া। তাই শবনম ফারিয়া আবারও পুরো বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিলেন।

তিনি বললেন, ‘আমার মনে হয় বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার কারো ভাবমূর্তি নষ্ট করার কিংবা অ্যাটেনশন পাওয়ার কোনো ইচ্ছে ছিল না (যদিও আমি না চাইলেও বরাবরই অ্যাটেনশন পেয়ে যাই)। আগের পোস্টটি দেয়ার মূল কারণ হলো, আমাদের সমাজের দিকে আঙুল তোলা।’

ফারিয়া নিজেও ডিভোর্সের পক্ষে নন। এ ব্যাপারে কেউ তার কাছে পরামর্শ চাইলে তিনি সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন।

ফারিয়ার ভাষ্য, ‘বিয়ে একটি অসাধারণ ব্যাপার। সুতরাং আমরা বিচ্ছেদকে নিরুৎসাহিত করি। এমনকি আমার কোনো বন্ধু যদি ডিভোর্সের ব্যাপারে বলে, আমি তাদেরকে প্রথমেই বলি, ‘সময় নাও’। কেউ মারা গেলে সমাজের মানুষ কান্না করে। কিন্তু যখন কারো বিবাহবিচ্ছেদ হয়, পুরো ঘটনা জানার আগেই মানুষ ধরে নেয়, এটা নারীর ব্যর্থতা।

তারা নারীর দোষ খুঁজতে চেষ্টা করে, তার চারিত্রিক সনদ অব্দি দিয়ে দেয় এবং আমরা সবাই হাসি!’

তিনি আরও বলেন, ‘আমি বিয়ে করেছি নিজের পছন্দে এবং আমিই বিষয়টাকে এতদূর আসতে দিয়েছি। প্রত্যেক পরিবারের মতো প্রাথমিকভাবে আমার পরিবারও আমাকে সমর্থন দেয়নি।

কারণ, আমার বাবা জীবিত নেই, আমার কোনো ভাই নেই কিংবা কোনো পুরুষ অভিভাবক নেই। কিন্তু পরে আমার বোন যখন আমার বিষাক্ত অবস্থা দেখে, তখন তারা আমাকে রক্ষা করে।’

এই ঘটনা দুর্বিসহ সামনে আনা সহজ ছিল না। সেজন্যই এতটা সময় লেগেছে বলে জানান ফারিয়া। তিনি বলেন, “এই ঘটনা সামনে আনা মোটেও সহজ ছিল না। যদি সহজ হতো, তাহলে এটা আরও আগেই প্রকাশ্যে আনতাম।

আমি দেখেছি, পরিস্থিতি উল্টে কীভাবে মানুষ আমার দিকে আঙুল তুলেছে। আমরা অনেক বেশি পারিবারিক নির্যাতন দেখছি ঠিক এই কারণেই। এই সমাজ পুরুষদেরকে বাহবা দেয়, আর নারীকে লজ্জা দিতে পছন্দ করে। যদি তুমি মরে যাও, মানুষের মন খারাপ হবে। কিন্তু যদি তুমি নিজেকে রক্ষা করতে বিবাহবিচ্ছেদ করো, তাহলে ‘তুমি খারাপ’।”

প্রসঙ্গত, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে শবনম ফারিয়ার হারুন অর রশিদ অপুর সঙ্গে বন্ধুত্ব হয়। এরপর ফেসবুকে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়।

তাদের বন্ধুত্ব তিন বছর ধরে চলে। একপর্যায়ে পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন দুজন। ২০১৯ সালের ফেব্রুয়ারির ১ তারিখে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বেশিদিন টেকেনি সেই সংসার।

প্রায় দুই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। শবনম ফারিয়া বিচ্ছেদের পর থেকে একাই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *