ব্রাজিল আর্জেন্টিনা খেলা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিয়ে উন্মাদনা বাংলাদেশে নতুন কিছু নয়। এই দুই দেশের খেলা শুরু হলে বাংলাদেশের মানুষ ২ ভাগে বিভক্ত হয়ে যায়। শুরু হয় তর্কাতর্কি। তর্কাতর্কি থেকে একসময় শুরু হয় প্রাণঘাতি সংঘর্ষ। দেশে এই ধরনের সংঘর্ষ নতুন নয়, দেশে বিভিন্ন সময় এই খেলা নিয়ে অনেক মানুষ আহত ও নিহত হয়েছে। বিশেষ করে বিবাড়িয়া জেলা এক্ষেত্রে অনেক এগিয়ে। কিন্তু সম্প্রতি নারায়নগঞ্জের ফতুল্লায় ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, এতে নারীসহ ২০ জন আহত হয়। উভয় পক্ষই বাড়িঘর ভাংচুর করে। বুধবার (৮ জুন) সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,  এ সংঘর্ষে দুটি গ্রুপ জড়িত, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির একটি গ্রুপের নেতৃত্ব দিয়েছেন এবং অপর গ্রুপের নেতৃত্ব দিয়েছেন নাসির উদ্দিন নামে একজন। জানা গেছে, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদিন আগে অনুষ্ঠিত হওয়া খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

এ নিয়ে বুধবার (৮ জুন) বিকেলে উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং একসময় সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের বাড়িঘর দফায় দফায় হামলায় ভাঙচুর করা হয়। এ সময় ফাতেমা মনিরসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

ফুটবল খেলাকে নিয়ে এই সংঘর্ষের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ব্রাজিল আর্জেন্টিনা খেলা নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে, উভয়পক্ষ অভিযোগ দিয়েছে, মামলাও হবে।

তারা খেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা তদন্ত করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিব।

Leave a Comment