অন্যান্য

বহিষ্কৃত ব্যক্তিকে কখনো আ.লীগে নেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বহিষ্কৃত ব্যক্তিকে কখনো আ.লীগে নেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দল যাকে বহিষ্কার করেছে কখনো তাকে আর আওয়ামী লীগে নেওয়া হবে না, সে যত বড় মাপের নেতা বা কর্মী হোক না কেন।

তিনি এ মন্তব্য শনিবার সকাল সাড়ে ১১টায় বৃহত্তর রাজশাহী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার হাট উন্নয়ন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে করেন।

শাহরিয়ার আলম বলেন, কোনো ব্যক্তির অপরাধ, কৃতকর্মের জন্য দল দায় নেবে না। দল থেকে বহিষ্কৃতরা দলীয় নেতার কাছে বারবার যাবে, অনুরোধ করবে। কিন্তু বহিষ্কৃতদের দলে ফেরার কোনো সুযোগ নেই।

আড়ানী পৌর বাজার হাট উন্নয়ন কাজের ব্যয় ৮৬ লাখ ৯৯ হাজার ৫৬৬ টাকা ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আশরাফুল ইসলাম বাবুল, সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মাসুদ রানা তিলু, ওয়াদেহ সাদিক কবির, শহীদুজ্জামান শাহীদ, আবদুল মতিন, আবদুল কুদ্দুস, মামুন হোসেন, ফাতেমা মাসুদ লতা, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, কামরুল হাসান জুয়েল, শাহিন আলম, ছাত্রলীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পি প্রমুখ।

উক্ত কর্মসূচির পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়, হরিনা উচ্চ বিদ্যালয়ের দ্বিতলা, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়, ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা, পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়, তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

আরও সংবাদঃ বহিষ্কৃত ব্যক্তিকে কখনো আ.লীগে নেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *