জায়লস্করে খুনের ঘটনায় ৩ আসামী গ্রেফতার, আদালতে ২ জনের স্বীকারোক্তি

দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞা জায়লস্কর গ্রামে চলাচলের রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি মহিলাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।

ঝগড়া থামাতে গিয়ে নুরুল আফছার (৪০) লাঠিপেটায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা সংগঠিত হওয়ার পর পরেই দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ও বাড়ীর লোকজন থেকে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় ৪ আসামির মধ্যে ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ জনি (২০), মোঃ জাহিদুল ইসলাম (১৮) উভয়ই একই বাড়ীর সফিকুর রহমানের ছেলে।

অপর আসামি সফিকুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম লাইলী (৪০) কে গ্রেফতার করা হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, আজ আাদালতে আসামি জনি ও জাহিদুল ইসলাম খুনের সাথে সম্পৃক্ততা স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।

Leave a Comment