অন্যান্য

চট্টগ্রামের দুটিসহ ৩ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাই কোর্টে আবেদন

করোনাভাইরাস মহামারীর মধ্যে রোগী ভর্তি না করে সরকারি আদেশের লঙ্ঘন ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের তিনটি বেসরকারি হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।

এর মধ্যে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায় এবং চট্টগ্রামের ও আর নিজাম রোডের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও মেডিকেল সেন্টার হাসপাতালের বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ফেনীর বাসিন্দা জেবুল হোসেন রয়েল নামে ভুক্তভোগী এ রিট আবেদনটি করেছেন বলে জানিয়েছেন আইনজীবী ইয়াদিয়া জামান।

তিনি বলেন, “রোববার রিট আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। ভেবেছিলাম আজকে কার‌্যতালিকায় রিট আবেদনটি শুনানির জন্য আসবে, আসেনি। আশা করি দু-একদিনের মধ্যেই শুনানি হবে।”

রিট আবেদনে তিন হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল চেয়ে স্বাস্থ্য সচিব ও পরিচালকদের বিবাদি করা হয়েছে।

আবেদনে ফেনীর দাগনভুইয়ার রাজাপুর ইউনিয়নের জাংগালিয়া গ্রামের বাসিন্দা জেবুল হোসেন রয়েল বলেছেন, তার মা মনছুরা বেগম (৬৭) দীর্ঘদিন অসুস্থ। গত তিন বছর ধরে তার কিডনি ডায়ালেসিস করে আসছেন।

হঠাৎ জ্বর ও উচ্চ রক্তচাপ দেখা দিলে গত ১ জুন রয়েল তার মাকে নিয়ে চট্টগ্রামের নিজাম রোডের মেডিকেল সেন্টার হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অনুরোধ করার পরও হাসপাতাল দুটি তার মাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয়।

গত ১১ মে সরকারের নির্দেশনায় বলা হয়, সকল বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোন রোগীকে কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

দীর্ঘদিন ধরে যেসকল রোগী কিডনি ডায়ালাসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা কোভিড আক্রান্ত না হয়ে থাকলে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে বা কোন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: সিপ্লাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *