চট্টগ্রামে প্রেমিকার স্বামীকে খুন করে বিবাহিত যুবকের নিষ্ঠুর প্রতিশোধ

৭ বছর আগে বিধবা হওয়া নোয়াখালীর সুবর্ণচরের রুপিয়া নামের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার আজহারের। কিন্তু আজহারের স্ত্রী-সন্তান থাকায় রুপিয়াকে বিয়ে করতে পারেন না তিনি। বাধ্য হয়ে ইব্রাহিম খলিল নামে একজনকে বিয়ে করেন রুপিয়া। ইব্রাহিম খলিলকে নিয়ে সুবর্ণচর ছেড়ে সংসার পাতেন চট্টগ্রামের সাগরিকায়। আগের স্ত্রীর কারণে রুপিয়াকে বিয়ে করতে না পারলেও তাকে হারানোর দুঃখ প্রতিশোধ পরায়ণ করে তোলে আজহারকে। সেই প্রতিশোধ নিতে চট্টগ্রামে থাকা আজহারের এক খালাতো ভাই সোহাগকে ৪০ হাজার টাকা দিয়ে ইব্রাহিমকে খুন করায় আজহার। খুনের ঘটনায় সোহাগকে সঙ্গ দেয় শামীম নামে আরও একজন।

গত ২৮ নভেম্বর চট্টগ্রামের বন্দর থানা এলাকার আনন্দবাজার সাগর পাড়ের ডুবোচর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা তদন্ত করতে গিয়ে এসব তথ্য পেয়েছে বন্দর থানা পুলিশ। টানা ১২০ ঘন্টা অভিযান চালিয়ে গত ৫ ডিসেম্বর নোয়াখালীর সুবর্ণচর থেকে এই হত্যায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তারও করেছে বন্দর থানা পুলিশ।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, অজ্ঞাত লাশ উদ্ধারের পর প্রথমে আমরা তার আঙ্গুলের ছাপ নিয়ে তার ছবি বের করি। পরে সেই ছবি আমাদের ফেসবুক পেইজে প্রকাশ করলে সুবর্ণচরের এক ব্যক্তি আমাদের ফোন করে জানায় যে এটি সুবর্নচরের ইব্রাহিম খলিল নামে একজনের লাশ।

এর পর ইব্রাহীমের ছেলের সাথে যোগাযোগ করে তদন্ত কাজ এগিয়ে নেয়া হয় জানিয়ে ওসি নিজাম উদ্দিন বলেন, ‘পরে তার মাধ্যমে ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ হয় আমাদের। সে আমাদের জানায় ২৭ নভেম্বর থেকে তার পিতা নিখোঁজ ছিল। তার কাছ থেকে ইব্রাহিমের মোবাইল নম্বর নিয়ে তার এক সপ্তাহের কল লিস্ট বের করি আমরা। কল লিস্ট পর্যালোচনা করে আমরা পুরো ঘটনার রহস্য উদঘাটন করি।’

তদন্তে উদঘাটিত ঘটনার বর্ননা দিয়ে ওসি নিজাম উদ্দিন বলেন, ‘মূলত রুপিয়াকে বিয়ে করা নিয়ে ইব্রাহিমের উপর ক্ষিপ্ত ছিল আজহার। আজহার চট্টগ্রামে থাকা তার খালাতো ভাই সোহাগকে প্রস্তাব দেয় ইব্রাহিমকে খুন করলে তাকে ৪০ হাজার টাকা দিবে। সোহাগ সিটি গেইট এলাকার গোল্ডেন ডিপোতে কাজ করে। সে ইব্রাহিমকে খুন করতে পরিকল্পনা করে। সে কাজে সাথে নেয় শামীম নামে এক সহকর্মীকেও।’

পরিকল্পনা অনুযায়ী ২৭ নভেম্বর বিকেল তিনটায় ইলিশ মাছ কেনার কথা বলে ইব্রাহিমকে নগরীর সিম্যান্স হোস্টেলের সামনে আসতে ফোন দেয় সোহাগ। সেখান থেকে ইব্রাহিমকে নিয়ে বিকেলে সাগর পাড়ে যায় তারা। পরে সন্ধ্যা সাতটায় নৌকায় ওঠার নাম করে ইব্রাহিমকে ডুবোচরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে গলা কেটে খুন করে তারা।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মো. ফৌজুল আজিম বলেন, ‘এই হত্যাকান্ডে যে দুজন সরাসরি জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Leave a Comment